লোন (Loan) আবেদন করার আগে কি জানেন এই 7 টি বিষয়গুলি ?

লোন (Loan) আবেদন করার আগে কি জানেন এই 7 টি বিষয়গুলি ?

নিত্যনৈমিত্তিক সাংসারিক ব্যয় বিধি মেনে যতই উন্নত অর্থনৈতিক  আয় এর উৎস থাকুক না কেন,জীবনের কোন না কোন মুহূর্তে প্রত্যেকেই প্রথমবার এমন একটি সমস্যার সম্মুখীন হয় যেখানে শুধুমাত্র অর্থের জন্য তাকে অন্য কারো মুখাপেক্ষী হতে হয়।  সৌভাগ্য বা দুর্ভাগ্য বসত এই ধরনের সমস্যার অন্তহেতু যে অর্থনৈতিক প্রতিষ্ঠান গুলি সকলের জন্য উন্মুক্ত তা হল যথাক্রমে ঃ  ব্যাংক (সরকারি কিংবা বেসরকারি অথবা আধা-সরকারি,  এবং সমসাময়িক কালে ক্ষুদ্র বা পেমেন্ট ব্যাঙ্ক), এনবিএফসি ( নন বানকিং ফিনান্সিয়াল কোম্পানি),  অথবা কিছু প্রাইভেট লেন্ডার কিংবা লাইসেন্সধারী প্রতিনিধিরা প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠান।

 কি কি কারণে আপনি লোন বা ঋণ পেতে পারেন ?

অথবা কি কি কারণে আপনি একটি ঋণ বা লোন পাওয়া থেকে বঞ্চিত হতে পারেন?

Similar Posts